Noya Bari | Jk Majlish | Laila Song Lyrics | Bengali
![]() |
| Noya Bari | Jk Majlish | Laila Song Lyrics | Bengali |
Noya Bari Song Lyrics
নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইল বাইঙ্গন
সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন গো,
জুড়িল কান্দন।
কাইন্দ না কাইন্দ না কন্যা...
কাইন্দ না কাইন্দ না কন্যা না কান্দিও আর,
সেই বাইঙ্গন বেচ্যা দিয়াম তোমার গলার হার গো,
তোমার গলার হার।
নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইল বাইঙ্গন
সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো,
জুড়িল কান্দন।
নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইল কচু
তুমি কইন্যা না থাকলে আবার গলায় ছুড়ি
নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইলো কচু
সেই কচু বেইচ্যা দিয়াম তোমার হাতের বাজু গো,
তোমার হাতের বাজু।
নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা...
নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইলো কলা
সেই কলা বেইচ্যা দিয়াম তোমার গলার মালা গো,
তোমার গলার মালা।
নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইলো বাইঙ্গন
সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন গো,
জুড়িল কান্দন।
আর, নয়া বাড়ী লইয়া সে বাইদ্যা বানালো চৌকারী
চৌদিগে মালঞ্চের বেড়া আয় না সারি সারি গো,
আয় না সারি সারি।
হাস মারিলাম কইতর মারলাম...
হাস মারিলাম কইতর মারলাম বাইচ্যা মারলাম টিয়া
ভালো কইরা রাইন্দো বাইঙ্গন কালা জিরা দিয়া গো,
কালা জিরা দিয়া।
নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইল বাইঙ্গন
সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন গো,
জুড়িল কান্দন।
কাইন্দ না কাইন্দ না কন্যা...
কাইন্দ না কাইন্দ না কন্যা না কান্দিও আর,
সেই বাইঙ্গন বেচ্যা দিয়াম তোমার গলার হার গো,
তোমার গলার হার।
নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইল বাইঙ্গন
সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো,
জুড়িল কান্দন...
Song Details
Song Name : Noya Bari
Singer : Laila
Lyrics : Maimansingha Gitika
Lyrics Written By : Maimansingha Gitika

0 Comments