Harale Kothay Song Lyrics | Habib Wahid | Bengali
Harale Kothay Song Lyrics | Habib Wahid | Bengali | Harale Kothay Is A Bengali Single Track Sing - Habib Wahid | Lyrics Are Written - Goonjohn Rahman | Harale Kothay Song Lyrics | Habib Wahid | Bengali
![]() |
| Harale Kothay Song Lyrics | Habib Wahid | Bengali |
Harale Kothay Song Lyrics
তুমি ছাড়া এই দিন
এই শহর যেন,
বড় ফাঁকা লাগে, তুমি কোথায়?
তুমি ছাড়া এই মন
এই জীবন আমার,
বড় একা লাগে, তুমি কোথায়?
শূণ্য, বিষন্ন তোমারই জন্য
সবই এলোমেলো, তুমি নাই ..
হারালে কোথায়, দূর অজানায়
খুঁজে যায় এ হৃদয় শুধু তোমায়,
আড়ালে থেকে দেখা দাও আমায়
তুমি হীন এই দিন কাটেনা আর।
তুমি ছাড়া এই দিন
এই শহর যেন,
বড় ফাঁকা লাগে, তুমি কোথায়?
কী যে করি হায়, সময় অসময়
সকল কাজে, মনের মাঝে
কী জানি কী যে খুঁজে ফিরি অযথাই।
ভুলে যাওয়া গান, গোপন অভিমান
দুঃখের কথা, চাপা ব্যথা
এসবই কেন যানি মনে পড়ে যায়।
আমার পৃথিবীর যা কিছু সবই
শূণ্যতায় হারায়,
তোমায় পাবোনা, এ দূর ভাবনা
ঘিরে ফেলে হতাশায়।
শূণ্য, বিষন্ন তোমারই জন্য
সবই এলোমেলো, তুমি নাই..
হারালে কোথায়, দূর অজানায়
খুঁজে যায় এ হৃদয় শুধু তোমায়,
আড়ালে থেকে দেখা দাও আমায়
তুমি হীন এই দিন কাটেনা আর।
তুমি ছাড়া এই দিন
এই শহর যেন,
বড় ফাঁকা লাগে তুমি কোথায়
Song Details
Song Name : Harale Kothay
Singer : Habib Wahid
Lyrics : Goonjohn Rahman

0 Comments